বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার
| | | | |

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২ PDF আকারে Download করুন এই পোস্টের মাধ্যমে। সেনাবাহিনীর নতুন এ সার্কুলার গত 02 ডিসেম্বর 2022 তারিখে প্রথম প্রকাশিত হয়েছে। সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ জনুয়ারি ২০২৩ তারিখ।

সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন ফরম পূরণ করার নিয়ম জানুন এই পোস্টের মাধ্যমে। এছাড়াও আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং মাঠ কবে থেকে শুরু হবে তা এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। সকল তথ্য সম্প্রতি প্রকাশিত আর্মি সার্কুলার ২০২২ হতে নেওয়া হয়েছে। English Edition.

সেনাবাহিনীর অন্যান্য সার্কুলার-

 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২

আজ থেকে প্রায় ৫০ বছর আগে, ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশ সেনা বাহিনী (Bangladesh Army) গঠন করা হয়। এ বাহিনীর নীতিবাক্য হলো “সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে”।

উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ২ লক্ষ ৬০ হাজার সামরিক ও ১৩ হাজার ৪ শত ৮ জন অসামরিক লোক রয়েছেন।

এই বাহিনীতে আরোও সার্ভিস ম্যান বৃদ্ধি করা হবে। এজন্য গত ০২ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে।

আর্মি তে জব করতে ইচ্ছুক মহিলা ও পুরুষ প্রার্থীগণ দ্রুত আবেদন করুন। এই পোস্টটি আপনার জন্য যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ 2022 খুঁজে থাকেন।

এক নজরে সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
  • বাহিনী: বাংলাদেশ সেনাবাহিনী
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ০২/১২/২০২২
  • শূন্যপদের সংখ্যা: নির্দিষ্ট নয়
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • আবেদন ফি: ২০০/- টাকা
  • আবেদন মাধ্যম: এসএমএস ও অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২২
  • আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

ডাউনলোড করুন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২

২০২২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার পিডিএফ আকারে Download করতে নিচের বাটনে ক্লিক করুন।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

 

সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার যোগ্যতা

বৈবাহিক অবস্থা: অবিবাহিতা।

সাঁতার: অবশ্যই সাঁতার জানা থাকতে হবে।

বয়স: ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২০ বছর।

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম): এসএসসি (SSC) পাস।

জাতীয়তা: জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

শারীরিক মান (ন্যূনতম):

শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ৫ ফুট ৩ ইঞ্চি
ওজন ৪৯.৯০ কিলোগ্রাম ৪৭ কিলোগ্রাম
বুক স্বাভাবিক- ৩০ ইঞ্চি, প্রসারণ- ৩২ ইঞ্চি স্বাভাবিক- ২৮ ইঞ্চি, প্রসারণ- ৩০ ইঞ্চি

*** কোন প্রার্থীর ওজন অতিরিক্ত হলে তিনি অযোগ্য বিবেচিত হবেন।

 

আবেদনের অযোগ্যতা

সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার এ উল্লিখিত আবেদনের অযোগ্যতা সমূহ নিম্নে তুলে ধরা হলো-

  • যে কোন ধরণের সরকারী চাকরি হতে অপসারিত বা বরখাস্ত।
  • ISSB কর্তৃক ০২ বার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখাত হলে আবেদন করা যাবে না। তবে ০৫ বছর পূর্বে ০২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
  • প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ Diopter এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ Diopter এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
  • সেনা/নৌ/বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
  • মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ বা দুইয়ের অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

 

আরও পড়ুন: ৭৭ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

 

সেনাবাহিনীতে আবেদন করার নিয়ম

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ০৩ টি ধাপে। সাধারণ প্রার্থীগণ কিভাবে আবেদন করবেন তা সেনা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুযায়ী নিম্নে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

 

১ম ধাপ

প্রথম SMS: SAINIK <স্পেস> 1st Thee Letter of SSC Board <স্পেস> ROLL <স্পেস> Passing Year <স্পেস> District Code লিখে Send করুন 16222 নম্বরে।

উল্লেখ্য, প্রার্থীকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে।

 

২য় ধাপ

প্রার্থীগণ প্রথম SMS সঠিকভাবে Send করলে ফিরতি SMS-এ একটি PIN নম্বর দেওয়া হবে। উক্ত PIN নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নবর্ণিতভাবে আরো একটি SMS পাঠাতে হবে। এই SMS টি পাঠালে পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কেটে নেওয়া হবে।

দ্বিতীয় SMS: SAINIK <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> Mobile Number লিখে SMS পাঠান 16222 নম্বরে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ সার্কুলার 2022 অনুসারে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK লিখে প্রথম ও দ্বিতীয় SMS পাঠাতে হবে।

 

৩য় ধাপ

দ্বিতীয় এসএমএস সফলভাবে Send করলে প্রার্থীকে User ID এবং Password সম্বলিত একটি SMS প্রদান করা হবে। এই User ID এবং Password ব্যবহারে করে sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম পূরণ করতে হবে।

 

প্রবেশপত্র ডাউনলোড

অনলাইনে সেনাবাহিনীর আবেদন ফরম পূরণ সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আবেদনের ৭২ ঘন্টার মধ্যেই প্রবেশ পত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

 

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য যেমনঃ পরীক্ষার স্থান ও তারিখ SMS-এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষার ০৩ দিন আগে 01552146060 বা 01550155555 নম্বরে হতে SMS করে জানিয়ে দেওয়া হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্রাদি

ভর্তির সময় অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশিট। তবে ফটোকপি হলে সত্যায়িত হতে হবে।
  • স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
  • টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি।
  • অভিবাবকের সম্মতি পত্র যেটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়ত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ০৬ কপি এবং স্ট্যাম্প সাইজের ০২ কপি সত্যায়িত ছবি।
  • সাঁতার পরীক্ষার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক।
  • লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স, ও ক্লিপবোর্ড ইত্যাদি।
  • উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে, উপজাতি প্রমানস্বরুপ তাদের রাজ্য/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।

 

২০২৩ সালের বাংলাদেশ সেনাবাহিনী অফিসার নিয়োগ সার্কুলার

২৬ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার নিয়োগ সার্কুলার

 

২০২৩ সালের বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ সার্কুলার

২০২৩ সালের বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ সার্কুলার

 

আরও পড়ুন: ৫০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

 

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে জানুন (ভিডিও)

 

নিয়মিত ভিজিট করুন www.notice24x7.com যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার-এর মত ডিফেন্সের সকল চাকরির আপডেট পেতে চান।

Similar Posts

86 Comments

  1. বিজ্ঞপ্তি নম্বর কতো ।। একটু জানাবেন দয়া করে

    1. আপনার কমেন্ট পড়ার পরে আমি বিজ্ঞপ্তি পুনরায় পড়েছি এবং অফিসিয়াল সাইট পুনরায় ভিজিট করেছি। “বিজ্ঞপ্তি নম্বর” বলতে তেমন কিছু পাইনি। আপনি হেল্পলাইন নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। +8801769012238 নম্বরটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। notice24x7.com এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

      1. তাহলে কি আবেদন ফরম এ বিজ্ঞপ্তি নম্বর না লিখলে হবে।।যেহেতু দেওয়া নাই

        1. নিশ্চিত না হয়ে কোন ফিল্ড ফাঁকা রাখা যাবে না। প্রতিটি সরকারী চাকরির ক্ষেত্রেই একটি বিজ্ঞপ্তি নম্বর থাকে। এই বিজ্ঞপ্তি নম্বর দিয়ে মূলত স্মারক নং, পত্র নং বা বিজ্ঞপ্তিতে উল্লিখিত এই ধরণের একটা নং কে বুঝায়।

          আপনি দয়া করে আবেদন বিষয়ে অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ করুন। যেমনঃ কোন কম্পিউটারের দোকান যেখান থেকে বিভিন্ন চাকরির জন্য এপ্লাই করে দেওয়া হয়। যদি নিশ্চিত না হয়ে কোন ফিল্ড ফাঁকা রাখেন আর ফিল্ডটি আবশ্যিকভাবে পূরণ হতে হবে যদি এমন হয় তবে আপনার আবেদনপত্র গ্রহণ করা না হতে পারে।

          1. আমি ভুল করে district code এর মধ্যে অন্য জেলার কোড বসিয়ে ফেলেছি। এখন আমার এই ভুল ঠিক করার জন্য করণীয় কী, যদি বিস্তারিত ভাবে আমাকে সহায়তা করে। আমি খুব ভয়ের মধ্যে আছি।

  2. বিজ্ঞপ্তি নম্বর কতো ।। একটু জানাবেন দয়া করে

    1. আপনার কমেন্ট পড়ার পরে আমি বিজ্ঞপ্তি পুনরায় পড়েছি এবং অফিসিয়াল সাইট পুনরায় ভিজিট করেছি। “বিজ্ঞপ্তি নম্বর” বলতে তেমন কিছু পাইনি। আপনি হেল্পলাইন নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। +8801769012238 নম্বরটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। notice24x7.com এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

      1. তাহলে কি আবেদন ফরম এ বিজ্ঞপ্তি নম্বর না লিখলে হবে।।যেহেতু দেওয়া নাই

        1. নিশ্চিত না হয়ে কোন ফিল্ড ফাঁকা রাখা যাবে না। প্রতিটি সরকারী চাকরির ক্ষেত্রেই একটি বিজ্ঞপ্তি নম্বর থাকে। এই বিজ্ঞপ্তি নম্বর দিয়ে মূলত স্মারক নং, পত্র নং বা বিজ্ঞপ্তিতে উল্লিখিত এই ধরণের একটা নং কে বুঝায়।

          আপনি দয়া করে আবেদন বিষয়ে অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ করুন। যেমনঃ কোন কম্পিউটারের দোকান যেখান থেকে বিভিন্ন চাকরির জন্য এপ্লাই করে দেওয়া হয়। যদি নিশ্চিত না হয়ে কোন ফিল্ড ফাঁকা রাখেন আর ফিল্ডটি আবশ্যিকভাবে পূরণ হতে হবে যদি এমন হয় তবে আপনার আবেদনপত্র গ্রহণ করা না হতে পারে।

          1. আমি ভুল করে district code এর মধ্যে অন্য জেলার কোড বসিয়ে ফেলেছি। এখন আমার এই ভুল ঠিক করার জন্য করণীয় কী, যদি বিস্তারিত ভাবে আমাকে সহায়তা করে। আমি খুব ভয়ের মধ্যে আছি।

  3. আপনি যে হেল্পলাইন নাম্বার দিছেন ওই নাম্বারে ফোন দিলাম, উনারা বললো এইটা হেল্পলাইন নাম্বার না, এখন করনিও কি?

    1. নম্বরটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা। নম্বরটা নিয়োগ কর্তৃপক্ষের। হয়তো হেল্পলাইন নম্বর হিসেবে ঐটা ব্যবহৃত হচ্ছে না।

  4. আপনি যে হেল্পলাইন নাম্বার দিছেন ওই নাম্বারে ফোন দিলাম, উনারা বললো এইটা হেল্পলাইন নাম্বার না, এখন করনিও কি?

    1. নম্বরটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা। নম্বরটা নিয়োগ কর্তৃপক্ষের। হয়তো হেল্পলাইন নম্বর হিসেবে ঐটা ব্যবহৃত হচ্ছে না।

  5. barishal jela theke aply korchilm but akhn porjonto kono cithi ase nai kobe ki cithi asbe plz aktu janaben barishal jelar ta

    1. টেকনিক্যাল ট্রেডের মেসেজের নিয়মটা যদি বলতেন।

    2. আমার জন্ম তারিখ .০১.০১.২০০৪. আমার ওজন ৫৬ কেজি উচ্চতা ৫ফুট ১১ইঞ্চি আমার ssc পয়েন্ট 4.00 2021 এর বেচ

  6. barishal jela theke aply korchilm but akhn porjonto kono cithi ase nai kobe ki cithi asbe plz aktu janaben barishal jelar ta

    1. টেকনিক্যাল ট্রেডের মেসেজের নিয়মটা যদি বলতেন।

    2. আমার জন্ম তারিখ .০১.০১.২০০৪. আমার ওজন ৫৬ কেজি উচ্চতা ৫ফুট ১১ইঞ্চি আমার ssc পয়েন্ট 4.00 2021 এর বেচ

  7. বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পোস্ট রেজাল্ট হয়েছে নাকি। পঞ্চগড় ডিসটিক

  8. বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পোস্ট রেজাল্ট হয়েছে নাকি। পঞ্চগড় ডিসটিক

  9. আমি এসএসসি এর রেজাল্টের পাশাপাশি ভুল করে এইচএসসি এর রেজাল্টও দিয়ে দিছি,তবে 2 পরীক্ষার পাশ করার বছর একই দিছি মানে 2 টাই 2019 দেওয়া আছে ভুল করে,এখন আমার করনীয় কি?কেও যদি জেনে থাকেন একটু জানাবেন।।।

  10. আমি এসএসসি এর রেজাল্টের পাশাপাশি ভুল করে এইচএসসি এর রেজাল্টও দিয়ে দিছি,তবে 2 পরীক্ষার পাশ করার বছর একই দিছি মানে 2 টাই 2019 দেওয়া আছে ভুল করে,এখন আমার করনীয় কি?কেও যদি জেনে থাকেন একটু জানাবেন।।।

  11. আমি মাদ্রাসা থেকে ২০২১ এস সি পরিক্ষা দিছি আমি কি এপল্যাই করতে পারবো প্লিজ রিপ্লাই

  12. আমি মাদ্রাসা থেকে ২০২১ এস সি পরিক্ষা দিছি আমি কি এপল্যাই করতে পারবো প্লিজ রিপ্লাই

  13. স্যার,আমি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা সম্পর্ন করেছি।আমার বাবা বাংলাদেশ আর্মি অবসর প্রাপ্ত (স্যাজেন্ট)।আমার জেলা :রাজবাড়ি। আমি কি ভাবে দরখাস্ত করতে পারি।আমার বয়স ২৩ চলছে।

  14. স্যার,আমি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা সম্পর্ন করেছি।আমার বাবা বাংলাদেশ আর্মি অবসর প্রাপ্ত (স্যাজেন্ট)।আমার জেলা :রাজবাড়ি। আমি কি ভাবে দরখাস্ত করতে পারি।আমার বয়স ২৩ চলছে।

  15. আমি ২০২১sscদিলাম,,পয়েন্ট পেলাম ৩.৬৭,তাছাড়া জন্ম ৫-১-২০০৩,কিন্তু সৈনিকের জন্য এপ্লাই করলাম হয় নাই।বয়স নাকি বেশি।আমার একটা স্বপ্ন ছিল

  16. আমি ২০২১sscদিলাম,,পয়েন্ট পেলাম ৩.৬৭,তাছাড়া জন্ম ৫-১-২০০৩,কিন্তু সৈনিকের জন্য এপ্লাই করলাম হয় নাই।বয়স নাকি বেশি।আমার একটা স্বপ্ন ছিল

  17. আমি এসএসসি২০২১ পরীক্ষায় জিপিএ২.৮৯ পাইছি আমিকি সৈনিক পদে আবেদন করতে পারব।।দয়া করে যানাবেন।।

  18. আমি এসএসসি২০২১ পরীক্ষায় জিপিএ২.৮৯ পাইছি আমিকি সৈনিক পদে আবেদন করতে পারব।।দয়া করে যানাবেন।।

    1. আমার বয়স ০৩/০১/২০০২ আমি কি আবেদন করতে পারবো…? আমার সপ্ন যেভাবেই হোক আমি যেন একজন সৈনিক হতে পারি। কারণ একজনকে মানুষ কতটা ভালোবাসে সেটা কখনো বলে বুঝাতে পারবো না

    2. আমি ২০২১ এ এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ পেয়েছি আমি সৈনিক পদে দাড়াতে চাই

    1. আমার বয়স ০৩/০১/২০০২ আমি কি আবেদন করতে পারবো…? আমার সপ্ন যেভাবেই হোক আমি যেন একজন সৈনিক হতে পারি। কারণ একজনকে মানুষ কতটা ভালোবাসে সেটা কখনো বলে বুঝাতে পারবো না

    2. আমি ২০২১ এ এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ পেয়েছি আমি সৈনিক পদে দাড়াতে চাই

  19. Hlw,,,,
    Amer nam Shamima Akther suly,,,,
    Ami 2021 year a ssc pass korci,,,,,,
    Ami army tay joind hotay cai,,,,,,
    Kibabay abadon korbo bujtay partayci na,,,,,,
    Plz help me plz,,,,,

  20. Hlw,,,,
    Amer nam Shamima Akther suly,,,,
    Ami 2021 year a ssc pass korci,,,,,,
    Ami army tay joind hotay cai,,,,,,
    Kibabay abadon korbo bujtay partayci na,,,,,,
    Plz help me plz,,,,,

  21. Amar baba akjon obsorprapto senabahini amar ssc point 4.44.HSC point 5.00
    Eikhane ki sena sontar kutar konu bebostha ache!

  22. Amar baba akjon obsorprapto senabahini amar ssc point 4.44.HSC point 5.00
    Eikhane ki sena sontar kutar konu bebostha ache!

  23. আমি আবেদন করছি অনলাইন,, আমার ১৭/৩/২০০৩ সালে জন্ম,, আমার SSC পয়েন্ট ৩.৬১ এবং HSC পয়েন্ট ৩.৪২,,, এখন আমি কি সৈনিক পদে সুযোগ পাবো,,আমার উচ্চতা ৫:৫ ইঞ্চি,, কেউ একটু বলবেন,,,

  24. আমি আবেদন করছি অনলাইন,, আমার ১৭/৩/২০০৩ সালে জন্ম,, আমার SSC পয়েন্ট ৩.৬১ এবং HSC পয়েন্ট ৩.৪২,,, এখন আমি কি সৈনিক পদে সুযোগ পাবো,,আমার উচ্চতা ৫:৫ ইঞ্চি,, কেউ একটু বলবেন,,,

  25. আমি ৫/৭/২০০৩ জন্মেছি আমার এস এস সি পয়েন্ট ৩.৯৪ আমি কি যোগ দিতে পারব দয়া করে জানাবেন

  26. আমি ৫/৭/২০০৩ জন্মেছি আমার এস এস সি পয়েন্ট ৩.৯৪ আমি কি যোগ দিতে পারব দয়া করে জানাবেন

  27. স্যার আমার বয়স 25 বছর 2021সালে আমি SSC তে 4.50 পেয়েছি আমি কি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ আবেদন করতে পারবো

    1. স্যার আমার বয়স ২৩ বছর,,আমার এসএসসি রেজাল্ট ৩.৫৬ বিজ্ঞান বিভাগ,, আমার উচ্চতা ৫.৮”,, ওজন ৬৩ কেজি আমি কি সেনা সৈনিক হিসেবে যোগদান করতে পারবো?

  28. স্যার আমার বয়স 25 বছর 2021সালে আমি SSC তে 4.50 পেয়েছি আমি কি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ আবেদন করতে পারবো

    1. স্যার আমার বয়স ২৩ বছর,,আমার এসএসসি রেজাল্ট ৩.৫৬ বিজ্ঞান বিভাগ,, আমার উচ্চতা ৫.৮”,, ওজন ৬৩ কেজি আমি কি সেনা সৈনিক হিসেবে যোগদান করতে পারবো?

  29. আমার অনেক ইচ্ছা সেনাবাহিনী তে যোগ দেওয়ার কিন্তু আমার এসএসসি পয়েন্ট খুবই কম ২.৮৩ আর হাইট ৫.৬ ওজন ৫৫ কেজি

    1. আমার ইচ্ছা আমি সেনাবাহিনী জন্য কিছু করবো আল্লাহ যদি তোফিক দান করে তাহলে মুখে না আমি কাজে বিশ্বাসী ৯ ম
      ওজন ৫৯ কেজি
      বছস ১৭+
      উচ্চতা ৫. ১০

  30. আমার অনেক ইচ্ছা সেনাবাহিনী তে যোগ দেওয়ার কিন্তু আমার এসএসসি পয়েন্ট খুবই কম ২.৮৩ আর হাইট ৫.৬ ওজন ৫৫ কেজি

    1. আমার ইচ্ছা আমি সেনাবাহিনী জন্য কিছু করবো আল্লাহ যদি তোফিক দান করে তাহলে মুখে না আমি কাজে বিশ্বাসী ৯ ম
      ওজন ৫৯ কেজি
      বছস ১৭+
      উচ্চতা ৫. ১০

  31. আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাই।আমার এস এস সি পয়েন্ট ৩.৫৬.
    কেউ আমাকে সাহায্য করলে অনেক উপকার হবে প্লিজ।কোন বড় মনের মানুষ আমার এই কমেন্টটা ফেলে আমাকে একটা উল্লেখিত জিমেইল এ মেসেজ দিবেন।

  32. আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাই।আমার এস এস সি পয়েন্ট ৩.৫৬.
    কেউ আমাকে সাহায্য করলে অনেক উপকার হবে প্লিজ।কোন বড় মনের মানুষ আমার এই কমেন্টটা ফেলে আমাকে একটা উল্লেখিত জিমেইল এ মেসেজ দিবেন।

  33. apply করতে কী কী লাগবো আর এখন কী apply করা যাবে৷ online a apply করা যাবে নাকী

  34. apply করতে কী কী লাগবো আর এখন কী apply করা যাবে৷ online a apply করা যাবে নাকী

  35. আমি বিয়ে করি নাই তবে গালফ্রেন্ড এর সাথে অনেক বার সহবাস হইছে,,,এতে কি কোনে সমস্যা হবে,,, প্লিজ জদি কেউ আমাকে হ্যাল্প করতেন খুব উপর হতো🙏🙏🙏

  36. আমি বিয়ে করি নাই তবে গালফ্রেন্ড এর সাথে অনেক বার সহবাস হইছে,,,এতে কি কোনে সমস্যা হবে,,, প্লিজ জদি কেউ আমাকে হ্যাল্প করতেন খুব উপর হতো🙏🙏🙏

  37. আমার ইচ্ছে আছিলো কিন্তু আমি ৫ ফুট ১ তাই আর করা হলো না। এমনেতেও গরীব মানুষ আমরা। আমার ssc te 3.50 r hsc 4.00 বয়স ১৯ বছর আমাকে কি নেওয়া যাবে

  38. আমার ইচ্ছে আছিলো কিন্তু আমি ৫ ফুট ১ তাই আর করা হলো না। এমনেতেও গরীব মানুষ আমরা। আমার ssc te 3.50 r hsc 4.00 বয়স ১৯ বছর আমাকে কি নেওয়া যাবে

  39. আমি সেনাবাহিনীতে যাবার জন্য আগ্রহী
    আমিতো ৫ফুট ৪ইঞ্চি আমি কি হতে পারবো। আমার থেকে বেশী আশা আছে সেনাবাহিনীতে যাব

  40. আমি সেনাবাহিনীতে যাবার জন্য আগ্রহী
    আমিতো ৫ফুট ৪ইঞ্চি আমি কি হতে পারবো। আমার থেকে বেশী আশা আছে সেনাবাহিনীতে যাব

  41. 2.61 এসএসসি। সেনাবাহিনী তে কি এই পয়েন্ট দিয়ে কোনো পদে এপলাই করতে পারবো কিনা প্লিজ জানাবেন?

  42. 2.61 এসএসসি। সেনাবাহিনী তে কি এই পয়েন্ট দিয়ে কোনো পদে এপলাই করতে পারবো কিনা প্লিজ জানাবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *