বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (১০০ টি শূন্যপদ)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF আকারে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আজ 18 সেপ্টেম্বর 2022 তারিখে Biman Bangladesh Airlines এর নতুন জব সার্কুলার প্রকাশিত হয়েছে। ১০০ টি শূন্যপদে বেসামরিক জনবল নিয়োগ দেওয়া হবে। বিমানবন্দরে বা এয়ারপোর্টে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারেন। চলুন অনলাইন আবেদন ফরম পূরণ প্রক্রিয়াসহ এয়ারলাইন্সের চাকরির অন্যান্য খবরা-খবর ও সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নেই এই পোস্টের মাধ্যমে। সকল তথ্য বিমান বন্দরে চাকরির নতুন নোটিশ হতে নেওয়া হয়েছে। English Edition.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines) লিমিটেড সংক্ষেপে বিমান নামে পরিচিত। এটি ১৯৭২ সালের জানুয়ারি মাসের ০৪ তারিখ প্রতিষ্ঠিত হয়েছিলো। এয়ারলাইন্সের সদর দপ্তর ঢাকার উত্তরাঞ্চলের কুর্মিটোলায় অবস্থিত।
এয়ারলাইনটি একাধিক গন্তব্যে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিষেবা প্রদান করে। ৪০ টি দেশের সাথে এর বিমান পরিষেবা চুক্তিও রয়েছে।
বেসামরিক পদে লোক নিয়োগের লক্ষ্যে আজ ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
চলুন বিমান বন্দরে নিয়োগ ২০২২ সার্কুলার এর আদ্যোপান্ত জেনে নেই এই পোস্টের মাধ্যমে। আপনি যদি বিমানবন্দরে বা এয়ারপোর্টে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022 খুঁজে থাকেন তাহলে আপনিও এই পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
|
আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর
শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য
শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার অনুযায়ী নিচে তুলে ধরা হয়েছে।
পদের নাম: ফ্লাইট স্টুয়ার্ড
শূন্যপদের সংখ্যা: ১০০ টি
বেতন: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
উচ্চতা: ১৬১ সে.মি.।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বয়স: ১৯ – ২৫ বছর।
*** বিমান এয়ারলাইন্স নিয়োগ ২০২২ সার্কুলার অনুযায়ী, আপনি যদি চশমা পড়েন অথবা আপনার স্বাস্থ্য ভাল না থাকে তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই।
*** বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরির খবর অনুযায়ী, সকল পদের জন্য বয়সসীমা ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2022
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো। “বিজ্ঞপ্তি ডাউনলোড করুন” বাটনে ক্লিক করে PDF আকারে Download করে নিন।
আরও পড়ুন: ২০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়
আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য
বেসামরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর আলোকে অনলাইনে আবেদন প্রক্রিয়া ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নিম্নে তুলে ধরা হলো।
আবেদনের সময়সীমা
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
ক) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ, সকাল ১০:০০ টা।
খ) অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২২ খ্রিঃ, রাত ১২:০০ টা।
গ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নোটিশ এ দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষার ফি জমাদানের শেষ সময় হলো অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে পাবেন।
প্রথমে উপরের বাটনে ক্লিক করুন।
“Current Circular” এ ক্লিক করুন।
“Apply Now” এ ক্লিক করুন।
বিমান এয়ারলাইন্স নিয়োগ সার্কুলার ২০২২ এ উল্লিখিত পদের নাম দেখতে পাবেন। পদটি সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
আবারও “No” সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি বিজ্ঞপ্তি এ উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ১,১২০/- টাকা জমা দিতে হবে। নিম্নবর্ণিত পদ্ধিতে SMS করে TeleTalk Pre-paid SiM দিয়ে আবেদন ফি জমা দিতে হবে।
প্রথম SMS: BBAL <স্পেস> User ID লিখতে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: BBAL <স্পেস> Yes <স্পেস> PIN লিখতে Send করতে হবে 16222 নম্বরে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষা ২০২২
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষার তারিখ সংক্রান্ত তথ্য জানতে পারবেন bbal.teletalk.com.bd, www.biman.gov.bd ও www.biman-airlines.com ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও আপনি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হলে আপনাকে SMS এর মাধ্যমেও জানানো হবে।
উল্লেখ্য, প্রবেশপত্র/এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত তথ্যও একি সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ৩৭ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড
অন্যান্য তথ্য
- কোন প্রার্থী চাইলে একাধিক পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন পদসমূহের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতেও পারে। এ ক্ষেত্রে প্রার্থীদের নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে হবে।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট biman.gov.bd এ প্রকাশ করা হবে।
- বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পদনাম সংশোধন, পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Eita ki government job please janabaen?
হ্যাঁ, সরকারী।
Eita ki government job please janabaen?
হ্যাঁ, সরকারী।
Eita ki government job?
Eita ki government job?
সবার ফোনে কি এসএমএস পাঠানো হয়েছে।
সবার ফোনে কি এসএমএস পাঠানো হয়েছে।
আমি কাজ চাই
ভায়া আমি এয়ারপোর্টে জব করতে চাই প্লিজ একটু হেল্প করবেন
আমি কাজ চাই
ভায়া আমি এয়ারপোর্টে জব করতে চাই প্লিজ একটু হেল্প করবেন
আমার ফোনে এখন ও কোনো মেসেজ আসেনি,,, আপনাদের কি কারো আসছে ?
আমার ফোনে এখন ও কোনো মেসেজ আসেনি,,, আপনাদের কি কারো আসছে ?
আসসালামু আলাইকুম..এক্সাম কখন ভাইয়া আর এক্সাম কোন কোন বিষয় এর উপর হবে, কোথায় হবে এক্সাম।। জানালে হেল্পফুল হতাম…
আসসালামু আলাইকুম..এক্সাম কখন ভাইয়া আর এক্সাম কোন কোন বিষয় এর উপর হবে, কোথায় হবে এক্সাম।। জানালে হেল্পফুল হতাম…
Vaia assalamualaikum
Vaia ami 5.2″ . Ekhane taro beshi ceyese. Amiki apply korte parbo?
Vaia assalamualaikum
Vaia ami 5.2″ . Ekhane taro beshi ceyese. Amiki apply korte parbo?
এয়ারপোর্টে সুইপার পদে চাকরি নিতে আমি ইচ্ছুক
নাম মোঃ জিলহজ
এস এস সি পাস
এয়ারপোর্টে সুইপার পদে চাকরি নিতে আমি ইচ্ছুক
নাম মোঃ জিলহজ
এস এস সি পাস
আসসালামু আলাইকুম,,এক্সাম কোথায় হবে কেউ জানেন?
আসসালামু আলাইকুম,,এক্সাম কোথায় হবে কেউ জানেন?