বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF প্রকাশ হয়েছে। গত 01 ডিসেম্বর 2022 তারিখে প্রকাশিত নতুন সার্কুলার অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৫,৫০০ জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন যোগ্যতা এসএসসি পাশ। আবেদন শুরু হবে 02 ডিসেম্বর 2022 তারিখ হতে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে জানবো কিভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়াও এই চাকরি সম্পর্কিত আরোও বিস্তারিত তথ্য জানবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ সার্কুলার-এর আলোকে। English Edition.
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ পুলিশ একটি একটি আইন প্রয়োগকারী সংস্থা। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের শান্তি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা নিয়জিত রয়েছে। উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, বর্তমানে এই সংস্থায় মোট ২ লক্ষ ৫৬ হাজার ৩ শত ৪৪ ব্যাক্তি কর্মরত রয়েছেন।
গত ০১ ডিসেম্বর ২০২২ তারিখে এই সংস্থার শুধুমাত্র ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগ এর জন্য একটি জব সার্কুলার বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই বিজ্ঞপ্তিটি ডিবি, গোয়েন্দা, জেল কিংবা ট্রাফিক পুলিশ পদের জন্য নয়।
আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থী। চলুন আমরা এই বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জেনে আসি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল তথা টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এর আলোকে।
এক নজরে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি |
---|
|
আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর
পুলিশ কনস্টেবল নিয়োগে যোগ্যতা ২০২২
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির আবেদন যোগ্যতা নিচে দেওয়া হলো।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাস।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: বাংলাদেশী।
বয়স: ১৮-২০ বছর। ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ 2022 এ দেওয়া তথ্য মতে, সকল কোটাধারী প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
শারীরিক যোগ্যতা: পুরুষ ও নারী উভয় প্রার্থীর জন্য শারীরিক যোগ্যতা কি থাকতে হবে তা নিম্নে দেওয়া হলো।
বিবরণ | পুরুষ | নারী |
উচ্চতা | সাধারণ প্রার্থী – ৫ ফুট ৬ ইঞ্চি কোটাধারী – ৫ ফুট ৪ ইঞ্চি |
সাধারণ প্রার্থী – ৫ ফুট ৪ ইঞ্চি কোটাধারী – ৫ ফুট ২ ইঞ্চি |
বুকের মাপ |
সাভাবিক – ৩১ ইঞ্চি সম্প্রসারিত – ৩৩ ইঞ্চিকোটাধারীদের ক্ষেত্রে, সাভাবিক – ৩০ ইঞ্চি সম্প্রসারিত – ৩১ ইঞ্চি |
|
ওজন | বয়স ও উচ্চতা অনুসারে। | |
দৃষ্টি শক্তি | ৬/৬ | ৬/৬ |
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ সার্কুলার
নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ সার্কুলার PDF আকারে Download করতে নিচের “ডাউনলোড” বাটনে ক্লিক করুন।
আরও পড়ুন: ৫০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
আবেদনের সময়সীমা
০২ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন ফরম পূরণ করা যাবে। আবেদন প্রক্রিয়া চলবে ০৪ সপ্তাহ ধরে। আবেদনপত্র প্রেরণের শেষ সময় ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ রাত্র ১১.৫৯ ঘটিকা।
অনলাইন আবেদন ফরম পূরণ পদ্ধতি
অনলাইনে আবেদন ফরম পূরণ প্রক্রিয়া বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ সার্কুলার অনুযায়ী ধাপে ধাপে বর্ণনা করা হলো।
- আবেদন করুন বাটনে প্রেস করুন।
- প্রথম অপশনে ক্লিক করুন।
- এপ্লিকেশন ফরম (Application Form) -এ ক্লিক করুন।
- “Trainee Recruit Constable” রেডিও বাটন সিলেক্ট করে “Next” বাটনে প্রেস করুন।
- আবেদন ফরম স্ক্রিনে দেখতে পাবেন। এখন পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আবেদন করুন।
প্রার্থী একটি User ID পাবেন যদি আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। এটি সংরক্ষণ করে রাখতে হবে। যদি কোন প্রার্থী উপরে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে আবেদন ফরম পূরণ না করতে পারেন তাহলে নিচের থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
আবেদনের সময় প্রাপ্ত User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি মাত্র ৪০/- টাকা। আবেদন ফি দেওয়া যাবে মাত্র ০২টি SMS করেই। অবশ্যই SMS ০২টি করতে হতে টেলিটক সিমের মাধ্যমে। চলুন দেখে নেই কিভাবে দু’টি SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করবেন।
SMS #১: ম্যাসেজ অপশনে গিয়ে TRC <স্পেস>User ID টাইপ করে SMS পাঠান 16222 নম্বরে।
SMS #২: পুনরায় ম্যাসেজ অপশনে গিয়ে TRC <স্পেস> Yes <স্পেস> PIN টাইপ করে SMS পাঠান 16222 নম্বরে।
দ্বিতিয় SMS পাঠানোর পর একটি কনফার্মেশন ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। কনফার্মেশন ম্যাসেজে একটি পাসওয়ার্ডও দেওয়া হবে। User ID এর সাথে Password টি সংরক্ষণ করে রাখতে হবে।
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে মোট ০৭টি ধাপে। ধাপগুলো নিম্নে দেওয়া হলো।
- প্রিলিমিনারি স্ক্রিনিং;
- শারীরিক মাপ এবং ধৈর্য পরীক্ষা;
- লিখিত পরীক্ষা;
- মৌখিক পরীক্ষা;
- প্রাথমিক নির্বাচন;
- পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা;
- এবং নিয়োগ প্রদান করা।
উল্লিখিত প্রতিটি বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানতে উপরে দেওয়া বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ 2022 দেখুন।
নিয়োগ পরীক্ষার সময়সূচী
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচী নিচের ছবি থেকে দেখে নিন।
আরও পড়ুন: বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর মত সরকারি সকল সার্কুলার পেতে আমাদের ওয়েবসাইট notice24x7.com -এ নিয়মিত চোখ রাখতে পারেন।
আমি কি আবেদন করে তে পারিবারিক
আমি কি আবেদন করে তে পারিবারিক
করোনার জন্য বসয় বেশি হলে কি করবে জিবন টাই তো শেষ?
আমরা 2021 এ এসএসসি দিসি।।আমাদের এখনো সার্টিফিকেট বাড়ায়নি তাহলে আমরা এখন কি জমা দেবো
ভাইয়া দ্বীতিয় নিয়োগ কোন মাসে
করোনার জন্য বসয় বেশি হলে কি করবে জিবন টাই তো শেষ?
আমরা 2021 এ এসএসসি দিসি।।আমাদের এখনো সার্টিফিকেট বাড়ায়নি তাহলে আমরা এখন কি জমা দেবো
ভাইয়া দ্বীতিয় নিয়োগ কোন মাসে
হরতাল প্রোয়জনীয় কাগজ পত্র কি কি লাগবে?
হরতাল প্রোয়জনীয় কাগজ পত্র কি কি লাগবে?
আমার ২১ বছর কিন্তু আবেদন করা যাচ্ছে না। করোনার জন্য তো ২ বছর পিছিয়ে গেলো তাহলে আমরা কিভাবে আবেদন করবো।
আমার ২১ বছর কিন্তু আবেদন করা যাচ্ছে না। করোনার জন্য তো ২ বছর পিছিয়ে গেলো তাহলে আমরা কিভাবে আবেদন করবো।
Ji amar 1 mash 1 din boyosh kom hoy tahole ki amar hobe 17 bochor 11 mash hoy hole bolben plz
আমার বয়স ০৯-১২-২০০১ আমি কি আবেদন করতে পারবো
Ji amar 1 mash 1 din boyosh kom hoy tahole ki amar hobe 17 bochor 11 mash hoy hole bolben plz
আমার বয়স ০৯-১২-২০০১ আমি কি আবেদন করতে পারবো
——–হেল্প পোস্ট——–
আমার জন্ম সাল ০১/০১/২০০৪
আমি কি আবেদন করতে পারবো ❓
——–হেল্প পোস্ট——–
আমার জন্ম সাল ০১/০১/২০০৪
আমি কি আবেদন করতে পারবো ❓
আমি আবন করচি আমার বয়স 31/03/2003 আমি আবন করলাম
Sir Nilphamari jela theke bolchi..
September a ki circular deoyar somvvabona ache jodi doya kore janaiten valo hoto
আমি আবন করচি আমার বয়স 31/03/2003 আমি আবন করলাম
Sir Nilphamari jela theke bolchi..
September a ki circular deoyar somvvabona ache jodi doya kore janaiten valo hoto
আমার বয়স 31.12.2001 আমি আবেদন করতে পারবো
আমার বয়স 31.12.2001 আমি আবেদন করতে পারবো
Sir ekta SMS ashche physical edurence not selected mane ki?
সম্পূর্ন ম্যাসেজটি কপি করে আমাদের ফেসবুকের পেজের ইনবক্সে দিন।
13-11-2004
Sir ekta SMS ashche physical edurence not selected mane ki?
সম্পূর্ন ম্যাসেজটি কপি করে আমাদের ফেসবুকের পেজের ইনবক্সে দিন।
13-11-2004
Not selected, But why ? May I know?
আমরা দুঃখিত! আমাদের কাছে এর কোন উত্তর নেই।
Not selected, But why ? May I know?
আমরা দুঃখিত! আমাদের কাছে এর কোন উত্তর নেই।
Sir Soriatpur ttheke koy jon selected hoice…….aktu bolen plz
Sir Soriatpur ttheke koy jon selected hoice…….aktu bolen plz
ঠাকুরগাঁওয়ে কত জন নিবে
মোট ৩৯ জন
Amar date of barth 1:12:2005 ami ki abadon korta parbo
ঠাকুরগাঁওয়ে কত জন নিবে
মোট ৩৯ জন
Amar date of barth 1:12:2005 ami ki abadon korta parbo
Sabbir
আমারে PHQ Info for TRC recruitment: MD. SABBIR HOSSAIN, Sorry, you are not selected in screening process for physical endurance test.
এটা কেনো দেখাইলো…তিনবার এভাবে বাদ দিলো মাঠেই যেতে দিলো না….
Sabbir
আমারে PHQ Info for TRC recruitment: MD. SABBIR HOSSAIN, Sorry, you are not selected in screening process for physical endurance test.
এটা কেনো দেখাইলো…তিনবার এভাবে বাদ দিলো মাঠেই যেতে দিলো না….
আমার এক হাতে ছয়টি আঙ্গুল তবে কী আমার পুলিশ কনস্টেবল পদে চাকরি হবে
নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে না হওয়ার সম্ভাবনা বেশী।
আমার এক হাতে ছয়টি আঙ্গুল তবে কী আমার পুলিশ কনস্টেবল পদে চাকরি হবে
নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে না হওয়ার সম্ভাবনা বেশী।
Sir amar sms akta asce sms arekta kondin asbe sir?
এইটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অপেক্ষা করেন।
Sir amar sms akta asce sms arekta kondin asbe sir?
এইটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অপেক্ষা করেন।
স্যার চাকরির ধরন টা বুঝলাম না ।
স্যার কতক্ষণ ডিউটি করতে হবে। যদি স্যার বলতেন অনেক উপকার হত
স্যার চাকরির ধরন টা বুঝলাম না ।
স্যার কতক্ষণ ডিউটি করতে হবে। যদি স্যার বলতেন অনেক উপকার হত
স্যার এস এস সি, জি পি এ, কত লাগবে দয়া করে একটু জানাইয়েন।
স্যার এস এস সি, জি পি এ, কত লাগবে দয়া করে একটু জানাইয়েন।
নাটোর জেলায় কবে মাঠ হবে জানতে চাই
নাটোর জেলায় কবে মাঠ হবে জানতে চাই
আমি কী আবেদন করতে পারি
যোগ্যতা থাকলে অবশ্যই পারবেন।
আমি কী আবেদন করতে পারি
যোগ্যতা থাকলে অবশ্যই পারবেন।
আমার বয়স ১/১১/২০০২ আমি কি আবেদন করতে পারবো
আমার বয়স ১/১১/২০০২ আমি কি আবেদন করতে পারবো
কুড়িগ্রাম থেকে কত জন লোক নিবে
কুড়িগ্রাম থেকে কত জন লোক নিবে
দাত একটা বাকা থাকলে হবে কি? প্লিজ
দাত একটা বাকা থাকলে হবে কি? প্লিজ